কলকাতার আকাশ রোদ ঝলমলে, কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, পুজোয় কী হবে?

মঙ্গলবার কলকাতার আকাশ রোদ ঝলমলে। কিন্তু কিচু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

এদিন দক্ষিণ ২৪ পরগনার জেলার সুন্দরবন এলাকার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরে৷

বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলা ছাড়াও কলকাতা এবং হুগলি জেলার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুনিয়েছে হাওয়া অফিস।

Comments are closed.