রাশিয়াকে যুদ্ধ থামানোর নির্দেশ দেওয়া যায় কি?: সুপ্রিম কোর্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারতের সুপ্রিম কোর্টে মামলা গড়াল। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, পড়ুয়াদের প্রতি সমবেদনা থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামাতে বলা যায় কি?

আবেদনকারীর তরফ থেকে আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চকে বলেন, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়ারা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। না খেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা সেখানে রয়েছে। অনেকে দেশে ফিরতে পারলেও সবাই পারেনি। এরপর প্রধান বিচারপতি বলেন, কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা কর্মসূচী নিয়েছে কেন্দ্র। কয়েকশো পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়েছে। আটকে থাকা সব ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments are closed.