ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যেন পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারেন, সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

ঘাটালের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ যেন পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকতে না পারেন তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য। ভারতী ঘোষের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগে মামলা চালু করেছিল পুলিশ। এই অভিযোগের তদন্ত করছে সিআইডি। এই মামলার তদন্তে এর আগে ভারতী ঘোষের স্বামীকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
এরপরই ভারতী ঘোষ চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। বৃহস্পতিবার রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে মামলার তদন্তের কথা উল্লেখ করে আবেদন করা হয়, তিনি যেন পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকতে না পারেন। কারণ, ভারতী ঘোষ জেলায় ঢুকলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে।
এর আগে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এখন রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতী ঘোষও পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারলে স্বাভাবিকভাবেই তা বিজেপির পক্ষে বড় ধাক্কা হবে।

Comments are closed.