নারদা কাণ্ডে সিবিআই জেরার মুখে প্রাক্তন এসপি এসএমএইচ মির্জা, করা হল বয়ান রেকর্ড

নারদা কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জা। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ নিজামে প্যালেসে হাজির হন একদা মুকুল রায় ঘনিষ্ঠ অবিভক্ত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা।
২০১৬ সালে নারদা স্টিং অপারেশনে এসএমএইচ মির্জাকে বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের হয়ে কথা বলতে এবং টাকা নিতে দেখা গিয়েছিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি thebengalstory)। সেসময় তদন্ত নেমে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে জেরা করে উল্লেখযোগ্য কোনও তথ্য পায়নি সিবিআই। সূত্রের খবর, সেই জট কাটাতেই তাঁকে ফের তলব করেছিল সিবিআই।
সরকারি আধিকারিক হয়ে, কী কারণে এবং কার নির্দেশে ওই টাকা তিনি নিয়েছিলেন তা জানতে এসএমএইচ মির্জাকে ফের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। বৃহস্পতিবার রেকর্ড করা হয় এসএমএইচ মির্জার বয়ানও।
২০১৬ সালে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া সেই ভিডিয়োতে তৃণমূলের একাধিক মন্ত্রী ও আমলাকে টাকা নিতে দেখা যায়। যদিও তা সাজানো বলে দাবি করে এসেছে রাজ্যের শাসক দল। ঘটনার তদন্ত করছে সিবিআই।

Comments are closed.