কেমন আছেন অনুব্রত, জানতে চেয়ে SSKM-এ পৌঁছল CBI 

অনুব্রত মণ্ডল এখন কেমন আছেন? তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের দু’জন আধিকারিক পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। যদিও এদিন অনুব্রতের ঘরে না গিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেন তাঁরা। বেশ কিছুক্ষণ কথা হয় দু’পক্ষের মধ্যে। 

জানা গিয়েছে, এদিন দুপুরে এসএসকেএমের প্রশাসনিক ভবনে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানে তাঁরা হাসপাতাল সুপারের কাছে অনুব্রতর শারীরিক অবস্থার খুঁটিনাটি জানতে চান। সেই সঙ্গে তৃণমূল নেতা এখন কেমন আছেন, তা কীভাবে জানা যাবে তা নিয়েও সুপারের সঙ্গে কথা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রে খবর, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এই মর্মে সিবিআইয়ের হেডকোয়ার্টারে আবেদনও করেছেন সিবিআইয়ের কলকাতার আধিকারিকরা। দিল্লি থেকে সবুজ সংকেত মিললেই ফের একবার সিবিআই এসএসকেএম-এ যেতে পারে। 

উল্লেখ্য বৃহস্পতিবারই অনুব্রত আইনজীবী মারফত সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, ইচ্ছে থাকলেও অসুস্থ হয়ে পড়ায় তিনি নিজাম প্যালেসে যেতে পারছেন না। তদন্তকারীরা চাইলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। সিবিআই হাসপাতালে এসে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে কিনা এখন সেটাই দেখার। 

Comments are closed.