জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের সরব তৃণমূল, সংসদের বাইরে বিক্ষোভ সাংসদদের

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের বিক্ষোভ দেখালো তৃণমূল। বৃহস্পতিবার সংসদের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল সাংসদরা। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান সুদীপ ব্যানার্জি, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মৌসম বেনজির নূর  ছাড়াও অন্যান্য সাংসদরা।

পাঁচ রাজ্যে ভোট মিটতেই উর্দ্ধমুখী পেট্রোল ও ডিজেলের দাম। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। এর আগেও কলকাতার পথে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল নেত্রীরা। পথে নেমেছিলেন যুব তৃণমূল। এবার সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে এদিন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

অন্যদিকে বুধবার জিরো আওয়ারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, জ্বালানির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত। এই ইস্যুতে সংসদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চান বরিষ্ঠ তৃণমূল সাংসদ।

Comments are closed.