বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই তলব, নারদ কাণ্ডে করা হবে জিজ্ঞাসাবাদ

নারদকাণ্ডে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ফের তলব করল সিবিআই। তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
এর আগে বেশ কয়েকবার নারদাকাণ্ডে জেরা করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। গত মাসেই কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে মোট ৪ আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন কলকাতা পুরসভার ভিআইপি করিডোরের দায়িত্বে কারা ছিলেন, তা জানতেও চিঠি দেওয়া হয় ফিরহাদ হাকিমকে। সিবিআই সূত্রে খবর, বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের আগের বয়ানের সঙ্গে, মামলার অন্যান্যদের বয়ানের কিছু অসঙ্গতি রয়েছে। তাই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে।
নারদ স্টিং অপারেশন ভিডিওতে ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। স্যামুয়েল ছাড়া আরও কে কে সেদিন মেয়রের চেম্বারে উপস্থিত ছিলেন, তা জানতে এর আগে পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার সেই প্রসঙ্গে আরও তথ্য জানতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Comments are closed.