ঠাকুর দেখতে কোন রাস্তায়, কোন রাস্তাই বা বন্ধ: পুজোর শহরের রোড ম্যাপ জানাল কলকাতা পুলিশ

আজ তৃতীয়া। গোটা রাজ্য পুজো পুজো রব। সেজে উঠেছে শহর। বড় বড় প্যান্ডেলগুলোতে ইতিমধ্যেই অনেকে ভিড় জমিয়েছেন। এর মধ্যেই পুজোর শহরের রুট ম্যাপ দিল কলকাতা পুলিশ। বড় বড় প্যান্ডেলগুলো দেখতে কোন রাস্তায় যেতে হবে, পুজোর কারণে কোন কোন রাস্তা বন্ধ থাকবে, এ সমস্ত কিছুরই হাল হকিকত রয়েছে কলকাতা পুলিশের ম্যাপে। 

কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে ইতিমধ্যেই ম্যাপের ছবি ও লিঙ্ক শেয়ার করা হয়েছে। প্রয়োজন মোতাবেক কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে আপনি ম্যাপের ছবিও নামিয়ে নিতে পারেন। 

করোনার কারণে দু’বছর পুজোয় অনেকেই সেই অর্থে আনন্দ করতে পারেননি। সে দিক থেকে এ বছর পুজো নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে। তার ওপর কলকাতার দূর্গা পুজো ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পেয়েছে। সব মিলিয়ে এ বছরের পুজো অন্যান্য বছরের থেকে বিশেষ। যদিও উৎসাহের মধ্যেই চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রূকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে সপ্তমী থেকে রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে। তবে এসব কিছুর মধ্যেই অনেকে আশা করছেন, আবহাওয়ার পরিবর্তনও হওয়ার সম্ভবনা রয়েছে। 

Comments are closed.