সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণা, ৩ ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বিখ্যাত সংস্থার ডিরেক্টরের পরিচয় দিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভিন রাজ্যের ৩ ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে বড় কোনও প্রতারণা চক্রের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের।
গত অগাস্ট মাসে ফ্রস্টেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টরের নাম ভাঁড়িয়ে কলকাতার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখার ম্যানেজারকে ফোন করা হয়। সংশ্লিষ্ট সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মহম্মদ ইরশাদ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে আরটিজিএসের মাধ্যমে লক্ষাধিক টাকা হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়। জরুরি প্রয়োজনে এই টাকা দরকার বলে জানানো হয়। এই কথায় বিশ্বাস করে, মহম্মদ ইরশাদ নামে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লক্ষ ৭২ হাজার ৭৮০ টাকা আরটিজিএসের মাধ্যমে হস্তান্তর করা হয়। ব্যস্ততার দোহাই দিয়ে কিছুক্ষনের মধ্যেই চেক পাঠানোর কথা বলেও আর যোগাযোগ করা যায়নি ওই ব্যক্তির সঙ্গে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার বুঝতে পারেন, ভুয়ো পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পুলিশের দ্বারস্থ হন তিনি। দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহম্মদ ইরশাদকে গ্রেফতার করে পুলিশ। তার ব্যঙ্ক অ্যাকাউন্টেই লক্ষাধিক টাকা হস্তান্তর করা হয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবারই শিয়ালদহ স্টেশনের কাছে মহম্মদ ফয়জল আলম নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মহম্মদ ইরশাদের হাত থেকে ওই টাকা নিয়ে প্রেমচাঁদ সিংহের হাতে তুলে দিয়েছিল। এরপর প্রেমচাঁদকেও গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ২ লক্ষ ২২ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা বিহারের গোপালগঞ্জ ও বেগুসরাইয়ের বাসিন্দা।

Comments are closed.