নেট পাড়ায় নজরদারি বাড়াচ্ছে মোদী সরকার; সোশ্যাল মিডিয়ার জন্য ৩ সদস্যের ‘গ্রিভেন্স সেল’ খুলছে কেন্দ্র 

সোশ্যাল মিডিয়া নিয়ে আরও কড়া হতে চলেছে মোদী সরকার। ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের মতো পাবলিক প্লাটফর্মগুলোর কোনও পোস্ট, কন্টেন্ট নিয়ে কারোর অভিযোগ থাকলে এবার তা সরাসরি জানানো যাবে। শুধু তাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ট্যুইটার থেকে অপনার কোনও পোস্ট ডিলিট করে দিলে, তার কারণ জানতে চেয়েও আপনি অভিযোগে জানাতে পারেন।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য সারা দেশ জুড়ে একটি ৩ সদস্যের কমিটি তৈরি করছে কেন্দ্র। যার পোশাকি নাম, গ্রিভেন্স আপিল কমিটি। কোনও কন্টেন্ট নিয়ে আপনারা আপত্তি থাকলে তা তো জানাতে পারবেনই। সেই সঙ্গে অনেক সময় দেখা যায়, আপনার পোস্ট করা কোনও কন্টেন্ট নানান কারণ দেখিয়ে ফেসবুক বা ইন্সটাগ্রামই সরিয়ে দেয়। সেখানে অনেক সময় দেখা যায়, নির্দিষ্ট গাইডলাইন মেনেই আপনি পোস্ট করেছেন তা সত্ত্বেও একাধিক রিপোর্ট পড়ার কারণে আপনার পোস্টটি সরিয়ে দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রেও আপনি ওই গ্রিভেন্স সেল গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। 

Comments are closed.