আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এবার সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের

আফগানিস্তানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তালিবান দখলের পর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে আফগানিস্তান। সেখানকার পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রেখেছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই এই নিয়ে দফায় দফায় বৈঠক করছে নয়া দিল্লি। এবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।

সোমবার বিদেশমন্ত্রী জয় শংকর ট্যুইট করে এ কথা জানান। তিনি লেখেন, আগামী ২৬ আগস্ট সমস্ত দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তালিবান আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া সেখানকার বাসিন্দারা। প্রতিটি দেশই তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে তৎপর। কেন্দ্রীয় সরকারও এই নিয়ে দ্বিতীয় দফায় আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে এনেছে। রবিবার রাত পর্যন্ত ২০০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। জানা গিয়েছে এখনও বেশ কয়েকজন ভারতীয় সেখানে আটকে রয়েছেন। তাঁদের শীঘ্রই ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে নয়া দিল্লি।

এদিকে দেশ ছাড়ার হিড়িকের মধ্যেই সোমবার ফের কাবুল বিমানবন্দরে চলল গুলি। অজ্ঞাতপরিচয় হামলাকারীদের সঙ্গে আফগান সেনার গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত এক আফগান সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবারও ভিড় নিয়ন্ত্রণে কাবুল বিমানবন্দরে এলোপাথারি ফায়ারিং করে তালিবান সেনা। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন সাতজন আফগান নাগরিক।
গত কুড়ি দিনে শুধু কাবুল বিমানবন্দরেই প্রাণ হারিয়েছেন ২০ জন।

Comments are closed.