চলতি বছর থেকে ফের সাংসদ তহবিলের টাকা পেতে চলছেন সাংসদরা, ঘোষণা কেন্দ্রের 

দু’বছর বন্ধ থাকার পর চলতি বছর থেকে ফের এমপি ল্যাডের টাকা পেতে চলছেন সাংসদরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০২১ সালে সাংসদরা আংশিক এবং আগামী বছর ২০২২ সম্পূর্ণ নিজেস্ব তহবিলের টাকা পাবেন সাংসদরা। 

সাংসদদের নিজেস্ব এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রের তরফে প্রতিবছর দেওয়া হয়ে থাকে। বর্তমান সাংসদ তহবিলে এলাকার কাজের জন্য প্রতিবছর ৫ কোটি টাকা করে পেয়ে থাকেন সাংসদরা। করোনার জেরে ২০১৯ সালে এপ্রিল মাস থেকে সাংসদ তহবিলে এই টাকা পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। 

উল্লেখ, চলতি আর্থিক বছরের জন্য প্রত্যেক সাংসদরা ২ কোটি টাকা করে পাবেন। আগামী বছর থেকে এমপি ল্যাডে ফের বছরে পাঁচ কোটি টাকা করে দেওয়ার হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত ২ বছর টাকা বন্ধের জেরে কেন্দ্রের সাশ্রয় হয়েছে ৭৩০ কোটি টাকা। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের সাংসদদের এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ আর্থিকবর্ষ পর্যন্ত সাংসদরা বছরে ৫ কোটি টাকা করে পাবেন। 

Comments are closed.