বিরোধিতার মধ্যেই ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, জানুন আবেদনের খুঁটিনাটি 

সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ জারি রয়েছে। প্রতিবাদের তীব্রতা কমলেও ‘অগ্নিপথ’-র বিরোধিতায় এখনও সরব বিরোধীরা। ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় শুক্রবারও কলকাতায় বিক্ষোভ মিছিল করেছ এসএফআই। আর বিক্ষোভের মাঝেই ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ২১ জুন ২০২২-এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন জমা নেওয়া হবে জুলাই মাস থেকে। বিজ্ঞপ্তিতে আর কী উল্লেখ করা হয়েছে? 

joinindianarmy.nic.in- ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘অগ্নিপথ’ প্রকল্পে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুলাই ২০২২ থেকে। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে। এরপর ৯ জুলাই বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। 

প্রকল্প অনুযায়ী, বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, চার বছরের জন্যই অগ্নিবীরদের সেনাবাহানীতে নেওয়া হবে। এরপর তাঁদের মেয়াদ শেষ হবে। চার বছর শেষে প্রত্যেক অগ্নিবীর ‘সেবা নিধি’ প্যাকেজ পাবেন। সেখানে নিজেদের প্রাপ্য টাকার পাশাপাশি একটি শংসাপত্রও পাবেন। যা তাঁদের ভবিষৎ-এর কর্মজীবনে নানান সুযোগ সুবিধা দেবে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, শুধু মাত্র এ বছরের জন্য অর্থাৎ ২০২২-২০২৩-এর জন্য অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে বয়েসের ঊর্ধ্বসীমা ২৩ বছর পর্যন্ত করা হয়েছে। আগামী বছরগুলো থেকে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সীরা এই ‘অগ্নিপথ’ প্রকল্পে আবেদন করতে পারবেন।  

Comments are closed.