২ তারিখের পর গুন্ডাভাইকে জেলে থাকতে হবে, বোলপুর থেকে অনুব্রতকে হুঙ্কার স্মৃতি ইরানির

গুন্ডাভাই ২ তারিখের পর তুমি থাকবে জেলে। আর আমরা তোমাকে বাইরে থেকে নমস্কার করব। অনুব্রত মণ্ডলকে বিঁধলেন স্মৃতি ইরানি। 

বোলপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির জন্য প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গুন্ডাভাই বলে ডেকে ওঠেন স্মৃতি। বলেন, এখানে একজন গুন্ডাভাই আছেন। ২ তারিখের পর গুন্ডাভাইকে জেলে থাকতে হবে। গুন্ডাভাই ভোটের পর দেখা হচ্ছে। আপনি জেলে থাকবেন আর আমরা বাইরে থেকে নমস্কার করব। তবে স্মৃতি ইরানি একবারও অনুব্রত মণ্ডলের নাম নেননি। 

শুধু অনুবর্তী না, বাংলায় নারী সম্মান নিয়েও বিভিন্ন প্রতিশ্রুতি দেন স্মৃতি। বলেন, বাংলায় ভোট শুধু শাসন বদলের না। এই ভোট নারী সম্মান রক্ষার। বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই একমাত্র বাংলার নারীদের প্রকৃত উন্নয়ন হবে বলেও বোলপুরে দাবি করেন স্মৃতি ইরানি। 

এদিন করোনা বিধি পালন করে সভা করেন স্মৃতি। সাবলীল বাংলায় বারবার সবাইকে মাস্ক পরার কথা মনে করিয়ে দেন তিনি।

Comments are closed.