CJI এর আপত্তি, CBI প্রধানের রেসে সরকারের ২ প্রার্থীই বাতিল

SSB এর ডিজি কুমার রাজেশ চন্দ্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভি এস কে কৌমুদি এবং CISF এর ডিজি সুবোধকুমার জয়সওয়ালের নাম চূড়ান্ত পর্যায়ে বেছে নিয়েছে প্যানেল

বাতিল রাকেশ আস্থানা। বাতিল যোগেশচন্দ্র মোদী। সিবিআইয়ের প্রধান কে হবেন তা নিয়ে যখন জল্পনা চলছে ঠিক তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আইনি সওয়ালে বাতিল হয়ে গেলেন সরকারের ২ পছন্দের প্রার্থী। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির প্যানেল নতুন ৩ টি নাম চূড়ান্ত করেছে।

SSB এর ডিজি কুমার রাজেশ চন্দ্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভি এস কে কৌমুদি এবং CISF এর ডিজি সুবোধকুমার জয়সওয়ালের নাম চূড়ান্ত পর্যায়ে বেছে নিয়েছে প্যানেল।

অন্যদিকে সিবিআই চিফ বাছার প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে দাবি করেছিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা প্যানেলের তৃতীয় সদস্য ছিলেন। চূড়ান্ত নাম বাছাই অবশ্য নির্বিঘ্নে হয়নি। বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্যতম সদস্য বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

এই বিষয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, ১১ মে তাঁকে যে নামের তালিকা দেওয়া হয়েছিল। এরমধ্যে ১০ টি নাম আসে বেলা ১ টার সময় বাকি ৬ জনের নাম আসে পরে।

সিবিআই প্রধান হওয়ার দৌড়ে আছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম সুবোধ জয়সওয়াল। তিনি ১৯৮৫ ব্যাচে আইপিএস অফিসার ছিলেন। তিনি এই বছরের শুরুর দিকে মুম্বাই পুলিশ কমিশনার এবং মহারাষ্ট্রের ডিজিপি ছিলেন। তিনি IB এবং RAW এর সঙ্গে কাজ করেছেন।

আরেকজন হলেন বিহার ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইপিএস কুমার রাজেশ চন্দ্র। এর আগে তিনি অসামরিক বিমান চলাচল সুরক্ষা ব্যুরো (বিসিএএস) এবং স্পেশাল প্রোটেকশন গ্রূপের দায়িত্বে ছিলেন। এসপিজি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। তিনি এই বছর চাকরি জীবন থেকে অবসর নেবেন।

১৯৮৬ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস ভিএসকে কৌমুদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব। এর আগে তিনি পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর চিফ ছিলেন।

Comments are closed.