প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে জানিয়ে ছিলেন, রেলের আধুনিকরণে রেকর্ড বিনিয়োগ করতে চলছে রেল। জানা গিয়েছে, আসন্ন বাজেটে রেল নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্র। আগের তুলনায় রেলের জন্য বরাদ্দ অর্থের প্রায় ২৯% বাড়ানো হতে পারে। যার ফলে মোট বরাদ্দ অর্থের পরিমাণ ১.৮ লক্ষ কোটি টাকা পর্যন্ত যেতে পারে। গত বাড়ে যেখানে ছিল মোট ১.৪ লক্ষ কোটি টাকা।
রেলের মূল লক্ষ্যই হবে আধুনিকরণ এবং পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন। সে কাজেই রেলের বরাদ্দ অর্থ বাড়ানোর প্রয়োজন। বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে এমনটা জানান রেল বর্ডার চেয়ারম্যান। তবে গত বাজেটেও রেলের জন্য বরাদ্দের পরিমাণ অনেকটাই বাড়িয়েছিল অর্থমন্ত্রক। এবার সেই বরাদ্দের পরিমাণও ছাড়িয়ে যেতে পারে।
জানা গিয়েছে, রেলের পরিকাঠামোর আধুনিকরণের পাশাপাশি লাইন সম্প্রসারন, রেলের আয় বাড়িয়ে বয়স্ক নাগরিকদের জন্য কিছু ছাড়ের ঘোষণা। এছাড়াও, বন্দে ভারত, ভিস্তা ডোম কোচের সংখ্যা বাড়ানো। সেই সঙ্গে স্টেশনগুলোকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে রেল।
Comments are closed.