আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, জানাল সুপ্রিম কোর্ট

আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব‍্যকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।
দেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয় পত্র হিসেবেই মান্যতা পাবে।
বিহারে চলছে এসআইআর। নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল বা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা, যার শুনানিতে কমিশনকে দেশের শীর্ষ আদালত পরামর্শ দেয়, আধার-প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রাখতে বিবেচনা করা হোক।
নির্বাচন কমিশন তাতে তীব্র আপত্তি জানায়। কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, আধার কার্ড যাচাইয়ের প্রয়োজন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সেই যুক্তিকেই মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না।

Comments are closed.