মধ্যবিত্তদের আয়কর ছাড় বাড়িয়ে দ্বিগুণ করতে পারে কেন্দ্র

উচ্চবর্ণের জন্য সংরক্ষণ বিলের পর এবার মোদী সরকারের নজরে মধ্যবিত্ত স্বার্থ। তাই, লোকসভা নির্বাচনের আগেই অন্তবর্তী বাজেটে মধ্যবিত্তদের আয়কর ছাড় বাড়িয়ে দ্বিগুণ করতে পারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
বর্তমানে বছরে আড়াই লক্ষ টাকা আয় করলে কোনও আয়কর দিতে হয় না। ওই হার বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে বলে খবর। অর্থাৎ, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও মিলতে পারে কর ছাড়। শুধু তাই নয়, মধ্যবিত্তদের স্বাস্থ্য ও পরিবহণ খাতেও সুবিধা দিতে উদ্যোগী হয়েছে মোদী সরকার।
হিন্দি বলয়ের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবি, কৃষক বিক্ষোভ, নাগরিকপঞ্জি ইস্যু থেকে রাফাল দুর্নীতির অভিযোগ-একের পর এক বিষয়ে ধাক্কা খেলেও লোকসভা নির্বাচনের আগে গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে বিজেপি সরকার। তাই কিছুদিন আগেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের পরিবারের ছেলে-মেয়ের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবার মোদী সরকারের লক্ষ্য, মধ্যবিত্ত ভোট ব্যাঙ্ক। সেই উদ্দেশেই এই কর ছাড়ের বন্দোবস্ত করতে চাইছে বিজেপি সরকার বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

Comments are closed.