তীব্র দাবদহে পুড়ছে শহর; লোডশেডিং রুখতে গ্রাহকদের বিশেষ বার্তা CESC- এর 

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছে। তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় লোডশেডিং-এর মতো ঘটনাও ঘটছে। দুপুরে রাতে মাঝে মাধ্যেই কিছু কিছু জায়গায় কারেন্ট চলে যাচ্ছে। যার ফলে অবস্থা আরও জেরবার। এই অবস্থায় লোডশেডিং এড়াতে গ্রাহকদের বিশেষ সচেতন বার্তা দিল CESC.  

এদিন CESC-এর তরফে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। যেখানে গ্রাহকদের কাছে অনুরোধ করা হয়েছে, বিদ্যুৎ ব্যহারের ক্ষেত্রে তাঁরা যেন সচেতনতা অবলম্বন করেন। পোস্টে বলা হয়েছে, পাখা, এসির মতো ইলেকট্রিক সামগ্রীগুলো যথাযথ ভাবে ব্যবহারের অনুরোধ করা হয়েছে। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ইলেকট্রিক সাপ্লাইয়ের ওপর চাপ পড়ে, যেখান থেকে বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থা থেকে রেহাই পেতেই সিএসসির বিশেষ বার্তা। 

এদিকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাঝে উত্তরবঙ্গের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে খবর। 

Comments are closed.