ঝাড়গ্রাম, আলিপুরদুয়ারে খারাপ ফল, মন্ত্রিত্ব গেল দুজনের, অপসারিত মোট ৩ মন্ত্রী।

পঞ্চায়েত ভোটের পরই মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবনী জোয়ারদার, চূড়ামণি মাহাতো এবং জেমস কুজুরকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অবনী জোয়ারদার দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর কোনও দফতরও ছিল না। কিন্তু ঝাড়গ্রামের চূড়ামণি মাহাতো এবং আলিপুরদুয়ারের জেমস কুজুর কোনও গুরুত্বপূর্ণ নাম না হলেও তাঁদের অপসারনের সঙ্গে সরাসরি পঞ্চায়েত ভোটের সম্পর্ক আছে বলেই নবান্ন সূত্রে খবর।

এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের চূড়ান্ত সাফল্যের মধ্যেও চিন্তা বাড়িয়েছে জঙ্গলমহল এবং আলিপুরদুয়ারের ফল। দু’জায়গাতেই বিজেপি আশাতীত ভাল ফল করেছে যা উদ্বিগ্ন করেছে তৃণমূল নেতৃত্বকে। নয়াগ্রামের চূড়ামণি মাহাতো অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের এবং জেমস কুজুর আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ার দুই জেলাতেই প্রচুর আদিবাসী রয়েছেন, যাঁদের অধিকাংশ কাজই এই দুই দফতরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং দুই জায়গাতেই খারাপ ফলের জন্যই এই দুজনকে সরানো হল বলে সূত্রের খবর।

Leave A Reply

Your email address will not be published.