রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকা কার্যকর হল। ১ মে থেকে চার্নক হাসপাতালের স্যাটেলাইট করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ শুরু হতে চলেছে হাজ হাউসে।
প্রথমে ১০০ টি বেড নিয়ে কাজ শুরু হলেও, পরে ৩০০ টি বেড যুক্ত করার পরিকল্পনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চার্নক হাসপাতালের এমডি প্রশান্ত শর্মা জানিয়েছেন, ১ মে ৫০ টি বেড নিয়ে চালু হবে, যার মধ্যে ২০ আইসিইউ বেড থাকবে। পর্যায়ক্রমে আরও বেড যুক্ত করা হবে।
এছাড়াও সরকারি নির্দেশে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। AMRI এবং টেকনো ইন্ডিয়া (ডিএএমএ) হাসপাতাল সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছে। টেকনো ইন্ডিয়া (ডিএএমএ) সল্টলেক স্টেডিয়ামে ১০০ টি বেডের ব্যবস্থা আছে। আরও ৩০ টি বেড বাড়ানো পরিকল্পনা নিয়েছে তারা।
দিন দিন রাজ্যে করোনার পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে। তাই করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ। গত বুধবার রাজ্য একটি নতুন নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়েছিল করোনা মোকাবিলায় রাজ্যের বেসরকারি হাসপাতালের ১,৩৬৭ টি বেড অধিগ্রহণ করা হবে।
Comments are closed.