কেন্দ্র কেন ১০০% টিকা কিনে নিচ্ছে না? কেন্দ্রকে ১০ প্রশ্ন সুপ্রিম কোর্টের

জনগণের টাকায় যেখানে ভ্যাকসিন প্রস্তুত হয়েছে সেক্ষত্রে ভ্যাকসিনটি অবশ্য জনগণের সম্পত্তি, বলেন বিচারপতি

করোনা সংক্রান্ত এক স্বতঃপ্রণোদিত মামলায় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন। সেই সঙ্গে একই ভ্যাকসিনের জন্য কেন্দ্র ও রাজ্যগুলির জন্য আলাদা আলাদা দামের বিষয়টি উল্লেখ্য করে আদালতের পর্যবেক্ষণ, কেন কেন্দ্রীয় সরকার জাতীয় টিকাকরণ নীতি অনুসরণ করছে না যেখানে প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে তারা ১০০ শতাংশ ভ্যাকসিনই কিনে নেয় কেন্দ্র। তারপর রাজ্যকে বণ্টন করে। জনগণের টাকায় যেখানে ভ্যাকসিন প্রস্তুত হয়েছে সেক্ষত্রে ভ্যাকসিনটি অবশ্য জনগণের সম্পত্তি, বলেন বিচারপতি। এক্ষেত্রে পৃথক দাম মেনে নেওয়া যায় না।

এদিন ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচি নিয়ে ১০ টি প্রশ্ন রাখেন।

১) যে স্বাস্থ্য কর্মীরা সরাসরি করোনা রোগীদের সংস্পর্শে আসছেন, কেন্দ্রীয় সরকার তাঁদের চিকিৎসার জন্য কী ব্যবস্থা করছে?

২) টিকা প্রস্তুতকারক সংস্থায় কেন্দ্র কত টাকা বিনিয়োগ করেছে? গত বছর অগ্রিম বাবদ ওই কোম্পানিগুলিকে কেন্দ্র কত টাকা দিয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক টিকা সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এখনও পর্যন্ত কত টাকা খরচ করেছে?

৩) এরকম কোনও ব্যবস্থা কি করা গিয়েছে, যার মাধ্যমে অক্সিজেন সরবরাহ সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে?

৪) কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, তৃতীয় পর্যায়ের টিকাকরণের জন্য কেন্দ্রের Co-Win App -এ নাম নথিভুক্ত করতে হবে। আদালতের প্রশ্ন, যাঁরা নিরক্ষর, অথবা যাঁদের কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তাঁরা কীভাবে ভ্যাকসিন পাবেন, তাঁদের জন্যও কী App এ নাম রেজিট্রেশন বাধ্যতামূলক?

৫) ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কী এক রাজ্য অপর রাজ্যের থেকে অগ্রাধিকার পেতে পারে?

৬) ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে কীসের ভিত্তিতে কেন্দ্র দাবি করছে সব রাজ্য সমান গুরুত্ব পাবে যেখানে কোম্পানি থেকে মাত্র ৫০% ভ্যাকসিন কিনছে?

৭) রয়্যালটির মেয়াদ শেষ হওয়ার পর ধারা ৯২ অনুযায়ী কেন্দ্র কী সব ওষুধ প্রস্তুতকারক সংস্থার জন্য ভ্যাকসিন তৈরির ছাড়পত্র দেবে?

৮)হাসপাতালের খরচ কমানোর ক্ষেত্রে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে? কোনোরকম জাতীয় নীতি কী কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে?

৯) আমরা ভ্যাকসিনের জন্য এত টাকা খরচ করছি কেন? যেখানে অস্ট্রোজেনেকা আমাদের থেকেও কম দামে আমেরিকাবাসীকে ভ্যাকসিন দিতে সক্ষম হচ্ছে?

১০) করোনা পরীক্ষার সময় ল্যাবরেটরিগুলোকে ভাইরাসের মিউট্যান্ট ভ্যারিয়েন্টকে আলাদা করে ট্র্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে কি?

Comments are closed.