হঠাৎই দেশজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। সোমবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা করান সকলে। সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ, পঞ্চায়েত থেকে পুরসভা সকল স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি সেরে রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। গতবারের মতো বিপদসঙ্কুল পরিস্থিতি হলে সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মমতা বলেন, আশা করছি ওই মহামারী আর হবে না। কারণ WHO বলে দিয়েছে, এটা প্যানডেমিক নয়।
Comments are closed.