রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে মঙ্গলবার প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে আলোচনার জন্য অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার কক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাব আনার জন্য স্পিকারকে ধন্যবাদ। আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে তাঁদের জন্য শোকস্তব্ধ। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।
মুখ্যমন্ত্রী আরও বলেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে হামলা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্যই হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীর দখল করার জন্য এটাই ছিল ভালো সুযোগ। ভারতীয় সেনারা বেছে বেছে শেষ করেছে জঙ্গি ও তাদের ঘাঁটিগুলিকে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফে। ভারতীয় সেনার সেই বীরত্বকে সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য বিধানসভা।
Comments are closed.