নির্দিষ্ট সময়ের প্রায় ৭ দিন আগে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অনিশ্চিত। নির্ধারিত দিন অর্থাৎ ১০ জুন যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না, তা মোটামুটি নিশ্চিতভাবে জানাচ্ছেন আবহবিদরা। ফলে অস্বস্তিকর গরম বাড়বে।
একই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১১ জুন বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। কিন্ত বর্ষা এসে যাওয়ার কারণে তা হবে কি না, তা পরিষ্কার নয়।
আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে গোটা দেশের কোথাওই সক্রিয় নয়। ২৯ মে-র পর থেকে তা একই জায়গায় থমকে আছে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে কিছুটা দূরে স্যান্ডহেড পর্যন্ত বর্ষা এসেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে কিছুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। তার উপরেই নির্ভর করছে বর্ষার আগমন। কিন্তু সেই নিম্নচাপ কবে হবে এবং তার গতিপ্রকৃতি কী হবে, সেব্যাপারে কিছুটা মত পার্থক্য আছে।
Comments are closed.