লোকসভা ভোট মিটতেই প্রশাসনিক কাজে গতি আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিং ১১ জুন

লোকসভা ভোট মিটতেই সরকারি কাজে গতি আনতে কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃতীয়বার সরকারে আসার পর কেটে যাওয়া আড়াই বছরে কোন মন্ত্রী কেমন কাজ করেছেন, আগামী ১১ জুনের প্রশাসনিক বৈঠকে তার ‘পরীক্ষা’ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা ভোটে রাজ্যে ২৯ আসনে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। বিধানসভা ধরে হিসাব করলে দেখা যাচ্ছে, তৃণমূল এগিয়ে ১৯৫টি বিধানসভায়। এই ফল মাথায় রেখে এখন থেকেই ২০২৬ বিধানসভার আগে দ্রুত কাজে নেমে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি কয়েকটি দফতরেও মন্ত্রী বদল হতে চলেছে শীঘ্রই। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ইতিমধ্যেই সাংসদ হিসেবে নির্বাচত হয়েছেন। নতুন কেউ সেচমন্ত্রী হবেন।   
আগামী ১১ জুন বিকেল ৪টেয় নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রত্যেক দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব স্তর থেকে শুরু করে সমস্ত পদস্থ আধিকারিক এবং জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে রাজ্যের প্রতিটি দফতরে। একই সঙ্গে হিসাব কষা চলছে কেন্দ্রের মোট বকেয়ার। পঞ্চায়েত দফতরের আবাস প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে বকেয়া প্রায় আট হাজার কোটি টাকা, ১০০ দিনের কাজের সাত হাজার কোটি টাকা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এছাড়াও স্বাস্থ্য, সংখ্যালঘু উন্নয়ন সহ অন্যান্য দপ্তরেরও নানান প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। মোট বকেয়ার অঙ্ক প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে খবর।

Comments are closed.