‘শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে’, মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

‘শিশির ভেজা নতুন ভোরে, মা আসছেন আলো করে’। সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, সকলকে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা।

মহাচতুর্থীতে কলকাতা ও জেলা মিলিয়ে কয়েকশো পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। চতুর্থীতে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে যান তিনি।  আবাসিকদের শারদ শুভেচ্ছা জানান। গলা মেলালেন মহালয়ার গানে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল রায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার তো মা নেই। নবনীড়ে এলে মায়ের কথা মনে করি। আমি এখানে না এলে পুজো সম্পূর্ণ হয় না’। আবেগে ভাসেন আবাসিকরাও। বলেন, দিদির জন্য আমরা ১ বছর অপেক্ষা করে থাকি। মমতা ব্যানার্জির বাড়িতে প্রতিবার কালীপুজো হয়। নবনীড়ের আবাসিকদের তাঁর বাড়ির পুজোয় আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মহালয়ার তখনও ৩ দিন বাকি। পুজোর উদ্বোধন শুরু করে দেন মমতা ব্যানার্জি।  প্রতিবছরের মতো এবারও চেতলা অগ্রণীতে মায়ের চক্ষুদান করেন তিনি। তৃতীয়ার দিন নিউ আলিপুরের সুরুচি সংঘে ঢাক বাজাতে দেখা যায় মমতা ব্যানার্জিকে। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। কাঁসরে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস।

Comments are closed.