‘মহারাজ তোমারে সেলাম’, সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সকালে ফেসবুকে কিংবদন্তী সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী।

সত্যজিৎ রায়। যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। যাঁকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয়। যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। সাহিত্যিক, নির্মাতা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমন অনেক পরিচয়ে ডাকা যায় এমন একজন হলেন সত্যজিৎ রায়।

১৯২১ সালে এই দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। জন্ম এখানে হলেও বাংলাদেশের সঙ্গে তাঁর ছিল রক্তের সম্পর্ক। কারণ সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষরা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।

অতি সাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সত্যজিৎ রায়। প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন সত্যজিৎ রায়। তাঁর তৈরী করা বিখ্যাত চরিত্র হল গোয়েন্দা ফেলুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিনীখুড়ো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার- এই তিনটি চলচ্চিত্রকে ‘অপুত্রয়ী’ বলা হয়, কারণ এই তিনটি ছবি তাঁর কর্ম জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি। এই কিংবদন্তী শিল্পীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

Comments are closed.