কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কয়েক ঘণ্টায় সুন্দরবন! চালু বারাসাত- হেমনগর বাস পরিষেবা

তিন দিনের মধ্যে কথা রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বারাসত থেকে কয়েক ঘণ্টায় যাওয়া যাবে সুন্দরবন। চালু হল বারাসাত- হেমনগর বাস পরিষেবা।

সপ্তাহ খানেক আগে সুন্দরবন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুন্দরবনে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা জানিয়েছিলেন। বনবিবির মন্দির পাকা করার কথা বলেছিলেন তিনি। পরিবহণেও জোর দেওয়ার কথা বলেছিলেন।

এর কয়েকদিনের মধ্যেই সুন্দরবন, হিঙ্গলগঞ্জ সহ হেমনগরবাসীদের জন্য সুখবর। হেমনগর থেকে বারাসত পর্যন্ত ১০৩ কিলোমিটার এই বাস পরিষেবা চালু করা হয়েছে। ডব্লুবিসিএস সূত্রে খবর, D-34 নম্বর রুটের বাস হেমনগরের উদ্দেশ্যে বারাসত থেকে ছাড়বে। যোগেশগঞ্জ, দেউলি, দুলদুলি, লেবুখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট, খোলাপোতা, বেড়াচাঁপা, দেগঙ্গা হয়ে পৌঁছবে হেমনগর। অন্যদিকে হেমনগর থেকেও এই রুটে আসবে বাস। প্রতিদিন একটি করেই বাস এই রুট দিয়ে যাতায়াত করবে। হেমনগর থেকে বারাসত আসার বাসটি ছাড়বে সকাল ৬ টায় আর বারাসত থেকে হেমনগরে বাসটি যাবে দুপুর ২.১৫ মিনিটে।

ডব্লুবিসিএস সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবায় সুবিধা পাবেন প্রায় দু’লক্ষের কাছে মানুষ। এদিন এই বাস পরিষেবায় চালুর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত সহ প্রশাসনিক আধিকারিকেরা।

Comments are closed.