মুখ্যমন্ত্রীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও সিপি

মঙ্গলবার বিকেলে মমতা ব্যানার্জির বাড়িতে যাচ্ছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানানো হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পরেও রাজ্যে অব্যাহত হিংসা। সূত্রের খবর, এই সৌজন্য সাক্ষাতে উঠে আসতে পারে ভোট পরবর্তী হিংসার কথা।
এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন। হিংসা ঠেকাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজির সঙ্গে সাক্ষাতে কী কথা হবে মমতা ব্যানার্জির এখন এটাই দেখার।

এখানে কোভিড মোকাবিলা নিয়ে আলোচনা হতে পারে। এর আগেও ফলাফল ঘোষণার দিনই মমতা জানিয়েছিলেন, জয়ের পর প্রথম পদক্ষেপ হবে করোনা মোকাবিলা।

Comments are closed.