ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, ২১৪% অতিরঞ্জিত, পাল্টা তৃণমূল

ভোটের ফল বেরোতেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে সব পক্ষেই

বাংলায় ভোট পরিবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একথা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়।

ট্যুইটে তিনি লেখেন, প্রধানমন্ত্রী আমায় ফোন করেছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রাজ্যপাল ট্যুইটের পরে অংশে লেখেন, আমিও তাঁকে জানিয়েছি, রাজ্যে ভাঙচুর, লুঠ, খুন, হিংসা জারি রয়েছে। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

ভোটের ফল বেরোতেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে সব পক্ষেই। এই মর্মে বিজেপির একটি প্রতিনিধি দল সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে যান। এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর।

এদিকে রাজ্যপালকে ফোন করে উদ্বেগ জানানোর বিষয়ে মোদীকেই আক্রমণ করেছে তৃণমূল। ফোন করার ঘটনাকে স্টান্ট বলে অভিহিত করে তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়ানের দাবি, ফোনের ঘটনা ২১৪% অতিরঞ্জিত।

প্রসঙ্গত, জয়ের পর প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেননি বলে জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। বলেছিলেন, হয়ত ব্যস্ত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন।

Comments are closed.