চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবার চালু করছে মোবাইল ম্যামোগ্রাফি ইউনিট

বিশ্বজুড়ে বেড়ে চলেছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। এবার বাংলার গ্রামের মহিলাদের সহজেই ব্রেস্ট ক্যান্সার পরীক্ষায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবার চালু করছে মোবাইল ম্যামোগ্রাফি ইউনিট।

৪ ফেব্রুয়ারি শনিবার বিশ্ব ক্যান্সার দিবস। তাই সেই উপলক্ষ্যে শনিবারই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অথবা সিএনসিআই-এর  রাজারহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে মোবাইল ম্যামোগ্রাফি ইউনিট।

উল্লেখ্য, পূর্ব ভারতের সরথেকে বড় সরকারি ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই)। এবার সিএনসিআই চালু করতে চলেছে মোবাইল ম্যামোগ্রাফি ইউনিট। ক্যান্সার নির্ণয়ে ম্যামোগ্রাফি বিশ্বজুড়ে অত্যন্ত প্রচলিত একটি পরীক্ষা।

Comments are closed.