কেন্দ্রীয় মন্ত্রী সহ বজেপি সাংসদ-বিধায়কদেরর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তদন্তের ভার নিল CID 

এসএসসি কাণ্ডের মধ্যেই কল্যাণী এইমসে চাকরিতে নিয়োগের দুর্নীতি অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুভাষ সরকার, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ২ বিধায়ক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগকারী এক চাকরিপ্রার্থীর দাবি, এঁরা প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের চাকরি করে দিয়েছেন। এবার সেই অভিযোগের তদন্তভার হাতে নিল সিআইডি। বৃহস্পতিবার কল্যাণী থানার কাছ থেকে তদন্তের সমস্ত নথি নেয় সিআইডি। 

কল্যাণী এইমাসে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই মর্মে গত ২০ মে কল্যাণী থানায় অভিযোগ করেন এক চাকরিপ্রার্থী। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, নীলাদ্রি শেখর দানা এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকাররা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনকে চাকরি করে দিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সহ বাকি বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। 

উল্লেখ্য কয়েকদিন আগে কল্যাণী এইমাসে নিয়োগের দুর্নীতির অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিজেপির এক জেলার নেতা। এই ঘটনায় মন্ত্রী সুভাষ সরকার বলেন, চাকরি হয়েছে খুব ভালো কথা। আমি পয়সা নিয়ে চাকরি দিইনি, ভবিষ্যৎ-এ সুযোগ পেলে আরও দেব। যদিও এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

 

 

Comments are closed.