বেশি লাগেজ নিয়ে ট্রেনে উঠলেই অতিরিক্ত ভাড়া! জেনে নিন কোন কোচে কত ভাড়া

এবার থেকে প্লেনের মতন ট্রেনেও নিয়ম আনছে ভারতীয় রেল। এবার থেকে ট্রেনে অতিরিক্ত মাল নিয়ে উঠলেই বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। টুইট করে এই বার্তা দিয়েছে ভারতীয় রেল।

টুইটে বলা হয়েছে, যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, অতিরিক্ত ওজনের লাগেজ বহন না করে রেলের লাগেজ সার্ভিসকে কাজে লাগাতে। ল্যাগেজ ভ্যানের মাধ্যমে যাত্রীদের লাগেজ সার্ভিস দেয় ভারতীয় রেল। এই সুবিধা নিতে হলে যাত্রীদের পার্সেল অফিসে যোগাযোগ করতে হবে। প্রতিটি বড় স্টেশনেই এই পার্সেল অফিস রয়েছে। অতিরিক্ত ব্যাগেজ হলেই পার্সেল অফিস থেকে লাগেজ বুক করতে হবে। এতে বেশি ওজনের মাল নিলেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। ফ্লাইটে নির্দিষ্ট ওজনের লাগেজ নিয়ে ওঠার নিয়ম আছে। এর থেকে বেশি ওজনের লাগেজ নিলেই যাত্রীদের দিতে হয় বেশি ভাড়া। তাই বেশিরভাগ মানুষ ট্রেনেই অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে যাতায়াত করেন।

যাত্রীরা দূরে ভ্রমণের ক্ষেত্রে অনেকেই বিমানের বদলে ট্রেনকে বেছে নেন। ট্রেনে ভাড়াও অনেক কম। নিয়ম অনুযায়ী, ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটি সীমা আছে। কিন্তু সেই নিয়ম না মেনেই যাত্রীরা বেশি ওজনের মাল নিয়ে যাতায়াত করেন। যা অন্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। রেলের নিয়ম অনুযায়ী, স্লিপার ক্লাসে যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে উঠতে পারেন। এসি কোচে ৫০ কেজি পর্যন্ত লাগেজ ইয়ে উঠতে পারেন যাত্রীরা। ফার্স্ট ক্লাস এসি কোচে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে ওঠা যায়।

Comments are closed.