আদালতে ধাক্কা ED-র, অভিষেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা খারিজ করল হাইকোর্ট 

হাইকোর্টের রায় ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা খারিজ করে দিলেন বিচারপতি। বিদেশ যাত্রায় আর কোনও বাধা রইল না তাঁর। 

৩ থেকে ১০ জুন দুবাই যাবেন চোখের চিকিৎসার জন্য। ওই দিনগুলো বাদ দিয়ে ইডি যেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি লিখে আবেদন করেন তৃণমূল সাংসদ। আবেদন খারিজ করে ইডি পাল্টা চিঠি লিখে অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল। ইডির এই নির্দেশের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সেই মামলার শুনানি ছিল। 

এদিনের শুনানিতে ইডির তরফে আশঙ্কা করা হয়, অভিষেক ব্যানার্জি বিদেশ গিয়ে পালিয়ে যেতে পারেন। আদালত ইডির এই যুক্তি খারিজ করে মন্তব্য করে, অভিষেক ব্যানার্জি একজন সাংসদ। কয়লা কাণ্ডে তদন্ত শুরু হওয়ার পরেও তিনি একাধিকবার বিদেশ যাত্রা করেছেন। সুতরাং ইডির এই অশঙ্কা ভিত্তিহীন। পাশাপাশি অভিষেককে আদালতের তরফে বলা হয়, দুবাইতে তিনি কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করবেন সে সম্পর্কে যাবতীয় তথ্য ইডিকে জানিয়ে যেতে হবে। এদিন অভিষেকের সঙ্গে রুজিরা ব্যানার্জির বিদেশ যাত্রাতেও আপত্তি তুলে ছিল ইডি। সেই আপত্তিও আদালতে টেকেনি। জানা গিয়েছে এদিনই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক এবং তাঁর স্ত্রী। ফিরবেন ১০ জুন। 

Comments are closed.