একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বদল

সোমবার থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। এরফলে একাদশ শ্রেণির প্র্যাকটিক‌্যাল পরীক্ষার সময়সূচি বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার উচ্চমাধ্যমিক সংসদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে বলা হয়েছে, ২৪ থেকে ২৯ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। আগে ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে সব স্কুলে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা ছিল।

 

পাশাপাশি বিজ্ঞতিতে বলা হয়েছে, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার নম্বর অনলাইনে ১৫ মে পর্যন্ত জমা করা যাবে। কিন্তু প্রশ্ন উঠছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছিল ২৮ এপ্রিলের মধ্যে। কিন্তু বিজ্ঞতি অনুযায়ী, ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সেইক্ষেত্রে কীভাবে ২৮ এপ্রিলের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে।

 

উল্লেখ্য, অতিরিক্ত গরমের জেরে রবিবারই রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘোষণার পরই রাজ্যের সব সরকারি স্কুল বন্ধ রাখার পাশাপাশি বেসরকারি কয়েকটি স্কুল ও বন্ধ রাখা হয়েছে। কোনও কোনও স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে।

Comments are closed.