দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যায় মৃত ১৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্ৰীর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিনের বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্ৰী। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্ৰী দুর্গত এলাকায় ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্ৰীদের ওইসব এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী।

গত সপ্তাহের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও দেওয়াল চাপাপড়ে আবার কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই ১৬ জনের। গ্রামগুলিতে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। কিছু জায়গায় উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা। এয়ারলিফট করে বাঁচানো হচ্ছে জলে আটকে পড়া গ্রামবাসীদের।

এদিন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন। প্রতিনিয়ত ওইসব এলাকায় গিয়ে প্রশাসনিক আধিকারিকদের নজরদারি চালানোর কথাও তিনি বলেছেন।

শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় সোমবারই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। রাজ্যের এই দুই মন্ত্রী বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন। এরমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও সেই সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Comments are closed.