২০০ একর জমিতে নতুন শিল্পনগরী, IT হাব-কে বিনিয়োগে অনুরোধ; পাহাড়ে গিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর 

GTA শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জিটিএ-র নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই পাহাড়বাসীর জন্য একাধিক ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী জানান, ২০০ একর জমিতে নতুন শিল্পনগরী তৈরী হবে। যেখানে থাকবে হোম স্টে, শপিং মল, ওয়্যার হাউজ, এছাড়াও পর্যটকদের জন্য থাকবে অত্যাধুনিক থাকার ব্যবস্থা। সেই সঙ্গে পাহাড়বাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা পাহাড়ে শান্তি বজায় রাখলে আইটি ইন্ডাস্ট্রিগুলোকেও পাহাড়ে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাবো। 

মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে এডুকেশন হাবও তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। তিনি বলেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ক্যাম্পাস হবে পাহাড়ে। পাশাপাশি মংপুতে হবে হিল ইউনিভার্সিটি। সেই সঙ্গে পাহাড়ে হর্টিকালচার হাব তৈরি হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পাহাড়ে যানজট কাটাতে মাল্টি-লেভেল পার্কিং তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঝরনার জল সংরক্ষণ করে পাহাড়ে ওয়াটার রিজার্ভার তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পাহাড়ের পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে বিবিধ ঘোষণা করেন তৃণমূল নেত্রী। পাহাড়বাসীকে মুখ্যমন্ত্রীর বার্তা, আমি আপনাদের দখল নিতে আসব না, ভালোবাসতে আসব।  

Comments are closed.