২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না; মমতা 

এখনও প্রায় ২ বছর মতো বাকি রয়েছে লোকসভা নির্বাচনে। যদিও সব রাজনৈতিক দলই লোকসভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২৪-কে সামনে রেখে একাধিক রাজনৈতিক সমীকরণও তৈরি হচ্ছে। এই পরস্থিতিতে ২৪-এর লোকসভা নিয়ে ফের একবার ‘ভবিষ্যতবাণী’ করলেন তৃণমূল নেত্রী। 

বুধবার হিন্দমোটর কারখানা চত্বরে টিটাগর ওয়াগান কারখানায় মেট্রো ও ব্রডগেজ রেলের তৈরি কোচ কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান থেকেই গেরুয়া শিবিরকে আক্রমণ শানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ২৪-এ বিজেপি কোনও ভাবেই ক্ষমতায় ফিরবে না। কার্যত জোরের সঙ্গে দাবি করেন তিনি। যদিও না ফেরার কারণ নিয়ে সরাসরি কোনও কিছু বলতে চাননি। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি সঠিক না জেনে কোনও কথা বলিনা। তবে ২৪-এ লোকসভা ভোটে বিজেপি আসবে না, আসবে না, আসবে না। যদি তাঁর এই দাবির নেপথ্যের কারণ কী সে সব নিয়ে তিনি মুখ খোলেননি। বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন রাজ্য সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ২০২৩-এর মধ্যে রাজ্যে আরও দুটি গ্যাসের লাইন আসবে। দেউচা পাচামিতেও কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ২০০ টি শিল্প পার্ক হয়েছে। একাধিক বিশ্ব বিদ্যালয়ও হয়েছে। এদিন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও ফের তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। যদিও তার সঙ্গে পার্থ চ্যাটার্জি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও একবার বলেন, কারোর দোষ প্রমাণিত হলে তিনি শাস্তি পাবেন। 

Comments are closed.