সকালেই সুজনকে ফোন করে সমবেদনা, চাকরি, অর্থ সাহায্য করা হবে, DYFI নেতার মৃত্যুতে বললেন মুখ্যমন্ত্রী

নগরপাল সৌমেন মিত্রর সঙ্গেও মমতা ব্যানার্জির কথা হয়েছে

নবান্ন চলো অভিযানে পুলিশি নির্যাতনে এক DYFI নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবার চাইলে চাকরি ও অর্থ সাহায্যে তৈরি রাজ্য সরকার। 

নবান্নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। তখন এই প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমি আজ সকালেই সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছি। বলেছি ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কী ভাবে মৃত্যু।

মুখ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি তাঁরা পুলিশকে কোনও অভিযোগ করেনি। শুনলাম বাড়ির লোকেদেরও দুদিন পর জানানো হয়েছে। মমতা ব্যানার্জি আরও বলেন, আমি সুজন চক্রবর্তীকে বলেছি যেভাবেই মারা যাক, আমি চাই ছেলেটার পরিবার যদি মনে করে তাহলে আমি তাদের একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। অর্থনৈতিক সাহায্যের জন্য তৈরি আছে সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। পরিবারটির পাশে সবরকম ভাবে আছি। এই বিষয়ে কলকাতার নগরপাল সৌমেন মিত্রর সঙ্গেও মমতা ব্যানার্জির কথা হয়েছে।

Comments are closed.