জয়েন্টে পাশের হারের নিরিখে এগিয়ে উচ্চ মাধ্যমিক বোর্ড; ট্যুইট শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী 

শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় সিবিএসই-এর থেকে পিছিয়ে থাকলেও পাশের নিরিখে এগিয়ে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক বোর্ড। এদিন প্রত্যেক কৃতী ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় লেখেন, জয়েন্টে সফল প্রত্যেক পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি অত্যন্ত খুশি যে কৃতী পরীক্ষার্থীদের মধ্যে ৫৩%-এই উচ্চ মাধ্যমিক বোর্ডের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, এ বছর সফল পরীক্ষার্থীদের মধ্যে ২৭%-এই মহিলা। 

উল্লেখ্য, এবছর ৩০ এপ্রিল জয়েন্টের পরীক্ষা হয়। পরীক্ষার ২৬ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেসন বোর্ড। এদিন বেলা আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা। এবারের জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ শাহিল আহমেদ। দ্বিতীয় সোহম দাস। দু’জনেই রুবি পার্কের ডিবিএস-এর ছাত্র। তৃতীয় হয়েছেন, বাঁকুড়ার সারা মুখার্জি। 

Comments are closed.