কোনও ভাষা চাপানো হবে না, মন্ত্রিসভায় থ্রি ল্যাঙ্গুয়েজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে; ঝাড়গ্রাম থেকে জানালেন মুখ্যমন্ত্রী 

রাজ্যে পড়তে হলে বাংলা ভাষাকে কি প্রথম ভাষা হিসেবে নিতে হবে? দিন কয়েক আগে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই একটি খবর প্রকাশ্যে এসেছিল। জল্পনার মধ্যেই বিষয়টিকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কোনও ভাষা কারোর ওপরে চাপানো হবে না। রাজ্য মন্ত্রিসভার  বৈঠকে থ্রি ল্যাঙ্গুয়েজ নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টির ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিন ভাষার মধ্যে প্রথম ভাষাটি হবে মাতৃ ভাষা। যে পড়ুয়াদের যে ভাষা মাতৃভাষা, তারা সেটাই প্রথম ভাষা হিসেবে নিতে পারবে। বাংলা মাধ্যমের পড়ুয়া হলে বাংলা ভাষাকে প্রথম ভাষা হিসেবে নেবে। বাকি দুটি ভাষা পড়ুয়ারা নিজের ইচ্ছে মতো নিতে পারবে। একই ভাবে কেউ ইংরেজি বা অন্য কোনও মাধ্যমের পড়ুয়া হলে তারা সেই ভাষাটাকেই প্রথম ভাষা হিসেবে নিতে পারবে। মুখ্যমন্ত্রীর কথায়,  বাংলায় বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুল। বাকি দুটো নিজের ইচ্ছেমতো নিতে পারে। ধরুন কেউ বাংলা মিডিয়ামে পড়ে। তার তো প্রথম ভাষা বাংলা। বাকি দুটো ভাষা যা ইচ্ছে নিতে পারে। কোনও অসুবিধা নেই। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি তাদের প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় পড়বে। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে। মুখ্যমন্ত্রী সাফ জানান, ভাষা নিয়ে কারোর ওপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। 

Comments are closed.