বেথুন স্কুলকে ‘বঙ্গরত্ন’ পুরস্কার মুখ্যমন্ত্রীর, শিক্ষা দফতরের তরফে দেওয়া হল ১০ লক্ষ টাকার অনুদান 

১৭৫ বছরে পা দিল ঐতিহ্যবাহী বেথুন কলেজিয়েট স্কুল। এই উপলক্ষ্যে বুধবার নেতাজি ইন্ডোর স্টাডিয়ামে একটু অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের অনুষ্ঠান থেকে বেথুন স্কুলকে ‘বঙ্গরত্ন’ পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের তরফে স্কুলের উন্নয়নখাতে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী স্কুলের মূল প্রতিষ্ঠাতা এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন সহ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করেন। সেই সঙ্গে নারীশিক্ষা ক্ষেত্রে বেথুন স্কুলের ভূমিকা তুলে ধরেন মূখ্যমন্ত্রী। বেথুনের ইতিহাসের ওপর নির্মিত একটি তথ্য চিত্রও প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। পাশপাশি বেথুনের দীর্ঘ ১৭৫ বছরে পথ চলার ওপর একটি বই প্রকাশ করেন তিনি। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর আশা, বেথুন কলেজিয়েট স্কুল একদিন বিশ্বের শীর্ষ বিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নেবে।

এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ ব্যানার্জি, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব গোপালিকা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়েল। এছারাও বেথুন স্কুলের প্রাক্তনীরা।

Comments are closed.