তৈরি বিধানসভা মিউজিয়াম, আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী 

আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছিল। শীতকালীন অধিবেশনেই পথ চলা শুরু করছে বিধানসভা মিউজিয়াম। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন এই ভবনটির উদ্বোধন করবেন। 

রাজ্য তো বটেই সমগ্র দেশের ইতিহাসেও বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর রাজ্য রাজনীতির কার্যত পীঠস্থান এই বিধানসভা। বহু ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী সাদা ভবনটি। এবার সেই ইতিহাসের দলিল দস্তাবেজকেই সংরক্ষণ করে রাখতে উদ্যোগ নিয়েছে রাজ্য। সেই উদ্দ্যেশেই বিধানসভা চত্বরেই তৈরি হয়েছে মিউজিয়াম। পাঁচতলা এই অত্যাধুনিক ভবনটির নাম রাখা হয়েছে ‘মিলেনিয়াম বিল্ডিং’। 

বিধানসভার গুরুত্বপূর্ণ ঘটনাবলী, রাজ্য রাজনীতির পালাবদলের ইতিহাস, কক্ষের মধ্যে শাসক বিরোধী তরজা, অধিবেশনে দিকপাল রাজনীতিকদের বক্তব্য সব কিছুই ঠাঁই পাচ্ছে নতুন মিউজিয়ামে। অতীতের পাশপাশি বর্তমানেরও বহু ঘটনাবলী সংরক্ষিত থাকবে এই মিলেনিয়াম বিল্ডিং। এছাড়াও ভবনটির ভিতরে থাকবে একটি অডিটোরিয়াম, একটি অডিও-ভিজুয়াল রুম এবং ডিজিটাল রেকর্ডস রুম। সেই সঙ্গে একটি লাইব্রেরীও থাকছে। যেখানে থাকছে অজস্র দুষ্প্রাপ্য বই। সব মিলিয়েই রাজনৈতিক ইতিহাসের একটি বিরাট সংগ্রহশালা হতে চলেছে নতুন এই মিউজিয়াম। 

Comments are closed.