ইতিহাস পরীক্ষার দিনও ‘সারপ্রাইজ ভিজিট’; মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত পড়ুয়ারা  

মঙ্গলবারের পর বুধবার। ইতিহাস পরীক্ষার দিনও পড়ুয়াদের শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের গন্তব্য ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুল। আর পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে রীতিমতো আপ্লুত ছাত্রীরা। কেউ কেউ তো সটান এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করল। পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কিচ্ছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও। এদিন অভিভাবকদেরও খোঁজ খবর নেন তিনি। সবাই বসার চেয়ার পেয়েছে কিনা, গরমে কোনও রকম অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা হচ্ছে কিনা, সে খবর জানতে চান তৃণমূল নেত্রী। এরপর উপস্থিত পড়ুয়াদের কাছে জানতে চান, পরীক্ষার খবর। 

মঙ্গলবারও নবান্ন যাওয়ার পথে ভবানীপুর গার্লস স্কুলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও বেশকিছুক্ষন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। যদিও এই প্রথম নয়। এর আগেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের শুভেচ্ছা জানাতে স্কুলে যেতেন মুখ্যমন্ত্রী। এবারেও সেই রীতি বজায় রাখলেন।    

Comments are closed.