১৪ তলা নয়, নবান্নে পৌঁছেই হঠাৎ একাধিক দফতরে মুখ্যমন্ত্রী; উপস্থিতির হার নিয়ে প্রশ্ন 

নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর অফিস। নবান্নে পৌঁছে সাধারণত সেখানেই চলে যান। তবে বুধবার তেমনটা ঘটল না। এদিন দুপুর সোয়া ১২টা নাগাদ নবান্নে পৌঁছে সটান পৌঁছে গেলেন ভূমি সংস্কার ও অর্থ দফতরে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের জেরে তখন দুই দফতরের তুমুল ব্যস্ততা। 

নবান্ন সূত্রে খবর, দফতরে পৌঁছে কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দুই দফতরেরই সচিবদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পাশাপাশি দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও এই প্রথম নয়। এর আগেও নবান্নে ঢুকে এভাবে সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে স্বরাষ্ট্র দফতর এবং পার্বত্য বিষয়ক দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। 

দিন কয়েক আগেই ডিএ আন্দোলনকারীদের নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অফিস চলাকালীন কাজে যোগ না দিয়ে ধর্ণা মঞ্চে কেন? তা নিয়ে প্ৰশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এদিনের সারপ্রাইজ ভিজিট সে সম্পর্কিত কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।    

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }