পাখির চোখ বিরোধী জোট ! চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 

সব ঠিক থাকলে চলতি মাসেই দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, রাজধানীতে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক রয়েছে। ওই বৈঠকেই মূলত যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের দাবি, ওই সময় বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতারাও দিল্লিতে থাকবেন। বিরোধীদের একত্রে একটি বৈঠক হতে পারে। তাতে যোগ দেবেন তৃণমূলনেত্রী। ঘাসফুল শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ২৭ মে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 

ইতিমধ্যেই ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। বিরোধীরাও বিজেপির বিরুদ্ধে একযোগে জোট বাঁধার প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন। এর পরে তাঁরা অন্যান্য বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। নবান্নের বৈঠকে তৃণমূল নেত্রী প্রস্তাব দিয়েছিলেন, পাটনাতে বিরোধী নেতাদের নিয়ে একটি বৈঠক ডাকা হোক। সেই বৈঠকেরও তোড়জোড় চলছে। তার মধ্যেই দিল্লিতে এই বৈঠক হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই রাজনৈতিক মহলের মত। 

জানা গিয়েছে দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বেশ কয়েকজন বিরোধী নেতা। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খড়গেও থাকতে পারেন বলে খবর।  

Comments are closed.