মমতা ব্যানার্জি: কিছু মিডিয়ার স্বার্থে ডেঙ্গি নিয়ে অপপ্রচার বিরোধীদের, রাজ্যকে বদনামের চেষ্টা

সংবাদমাধ্যমের স্বার্থে বিধানসভায় ডেঙ্গি নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিরোধীরা, একযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের একাংশকেও নিশানা করেন মমতা ব্যানার্জি।
মঙ্গলবার বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনায় জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গিতে একজনের মৃত্যুও দুঃখজনক। কিন্তু মানুষকে সচেতন করতে বহু উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে হেনস্থা করার জন্য ডেঙ্গি নিয়ে বাড়াবাড়ি করছে। এতে তাদের ব্যবসায়িক স্বার্থ আছে।
এরপরই কংগ্রেস এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের হিসেব তুলে ধরে একযোগে কংগ্রেস, বিজেপিকে নিশানা করেন মমতা ব্যানার্জি। বলেন, ২০১৯ সালে রাজস্থানে ২০৮ গুজরাতে ১৫১, মধ্যপ্রদেশে ১৬৫, অসমে ৯৪ জনের মৃত্যু হয়েছে। সিপিএমের আমলে ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যাও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, বিরোধীদের কাজ শুধু রাজ্যের বদনাম করা।
এদিন ডেঙ্গি নিয়ে আলোচনা প্রসঙ্গে সদ্য হওয়া তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, বিরোধীদের কুৎসার জবাব দিয়েছে সাধারণ মানুষ।
মমতা ব্যানার্জি বলেন, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁর আশা, একটু ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কিছুটা কমবে।

Comments are closed.