ভ্যাকসিনের মতো ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি ব্যবহারের অনুমতি দিন; প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আমি আপনাকে সমর্থন করিনা, তাও আপনার ছবি নিয়ে ঘুরতে হবে কেন? ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিয়ে মোদীকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তারপরেই তৃণমূল নেত্রী কটাক্ষের সুরে বলেন, ভ্যাকসিন সার্টিফিকেটে যখন আপনার ছবি, তাহলে ডেফ সার্টিফিকেটেও নিজের ছবি ব্যবহার করার অনুমতি দিন।

সিআরপিএফ নিয়োগের প্রশ্নপত্রে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন আসায় বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে তুলধনা করেন তৃণমূলনেত্রী। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, আমি দুঃখিত, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এসব প্রশ্ন বিজেপির তৈরি করা। দেশের সব প্রতিষ্ঠানগুলিকে বিজেপি কব্জা করছে। তিনি বলেন, বাংলায় কোনও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। যা হয়েছে তা ভোট চলাকালীন। ভোটের সময় সিআরপিএফ শীতলকুচিতে গুলি চালিয়ে মানুষ মেরেছে।

এদিন তৃণমূলনেত্রী আরও অভিযোগ করেন, দেশের সবক্ষেত্রে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে বিজেপি। মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন সব জায়গায় বিজেপির সদস্যে ভর্তি। মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, বাংলার ভোটে বুধ দখল করার জন্যই সিআরপিএফ পাঠানো হয়েছিল।

গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তীব্র সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি দেশের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সব পিষে ফেলতে চাইছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে বলেন, মনে রাখবেন আপনি যে চেয়ারে বসেছেন সেটা সাময়িক। কিন্তু দেশের মানুষ, সংবিধান চিরকাল থেকে যাবে।

এদিন ত্রিপুরা প্রসঙ্গও তাঁর কথায় উঠে আসে। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই দেখুন ত্রিপুরায় কী হচ্ছে, আসামি কী হচ্ছে। বিরোধীদের কথা বলার সুযোগ নেই। কোনও সাংবাদিক কিছু বললেও তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

Comments are closed.