বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে মুখ্যমন্ত্রী; জলে দাঁড়িয়েই প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে আকাশ পথে ঘাটাল এসে পৌঁছান তিনি। ময়রাপুকুর এলাকায় তাঁর হেলিকপ্টার নামে। এদিন ঘাটালের দু’নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখেন। তাঁর সঙ্গে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারও উপস্থিত ছিলেন। জমা জলে দাঁড়িয়েই জেলাশাসকের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কেন্দ্র টাকা অনুমোদন না করায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে না বলে জানান।

এদিন মমতার সফর ঘিরে সেখানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, সৌমেন মহাপাত্র, হুমায়ুন কবীর। এছাড়াও সাংসদ দেব, তারকা বিধায়ক জুল মালিয়াও উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী মানস ভূঁইয়া সহ বাকি বিধায়ক মন্ত্রী, সাংসদদের বলেন কেন্দ্রীয় সরকারের সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। জানা যাচ্ছে, মানস ভূঁইয়া, শিউলি সাহা, জুন মালিয়া, দেব, হুমায়ূন কবীর, সৌমেন মহাপাত্র সহ তৃণমূলের বেশ কয়েকজন সিনিয়র নেতৃত্বের একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই দিল্লি রওনা দেবেন।

এদিন বেশ কয়েকজন দুর্গত মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রশাসনিক কর্তা সহ জন প্রতিনিধিদের নির্দেশ দেন যাতে সকলেই ত্রান সামগ্রী পান। ত্রান বন্টনের ক্ষেত্রে যেন কোনও রকম রাজনৈতিক পরিচয় দেখা না হয় সে বিষয়েও কড়া বার্তা দেন তিনি। তৃণমূল নেত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Comments are closed.